Terms & Conditions

স্বাগতম Miniwoodic-এ!
আমাদের ওয়েবসাইট ও পণ্য ব্যবহারের আগে দয়া করে নিচের শর্তাবলী মনোযোগ সহকারে পড়ে নিন। আমাদের সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলোতে সম্মতি প্রদান করছেন।

১. সাধারণ শর্ত

  • Miniwoodic এমন একটি ব্র্যান্ড বা প্রতিষ্টান যেখানে বিভিন্ন প্রকার হোম ডেকর আইটেম বিক্রি করা হয়। Mini Woodic এর কিছু পন্য সম্পূর্ণ হাতে তৈরি করা হয় আবার কিছু পন্য সরাসরি চায়না থেকে আমদানী করা হয়।
  • আমরা আমাদের ওয়েবসাইটের সব তথ্য যতটা সম্ভব নির্ভুলভাবে উপস্থাপন করি, তবে কোনো ভুল বা তথ্যের ত্রুটি ঘটলে তার জন্য আমরা দায়ী থাকবো না।
  • আমাদের কিছু পণ্যসমূহ হ্যান্ডমেড হওয়ায় প্রতিটি আইটেমের আকার, রঙ বা ফিনিশে সামান্য পার্থক্য থাকতে পারে।

২. অর্ডার ও পেমেন্ট

  • অর্ডার নিশ্চিত করতে গ্রাহককে সম্পূর্ণ মূল্য (বা নির্দিষ্ট অগ্রিম) প্রদান করতে হতে পারে (সব ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
  • আমরা অনলাইন ও অফলাইন উভয় পেমেন্ট গ্রহণ করি (যেমন: বিকাশ, নগদ ও ক্যাশ অন ডেলিভারি ইত্যাদি)।
  • কোনো কারণে অর্ডার বাতিল করতে চাইলে অর্ডার দেওয়ার ৮ ঘণ্টার মধ্যে যোগাযোগ করতে হবে।
  • অর্ডার নিশ্চিত করতে কাস্টমারকে সরাসরি ফোন দেওয়া হতে পারে।
  • ভুল তথ্য প্রদানের কারণে অর্ডার ডেলিভারি ব্যর্থ হলে Miniwoodic দায়ী থাকবে না।

৩. ডেলিভারি নীতি

  • ঢাকার ভিতরে (Inside Dhaka) অর্ডার সাধারণত ২-৪ কার্যদিবসের মধ্যে পৌঁছে দেওয়া হয়।
  • ঢাকার বাইরে (Outside Dhaka) ৩-৭ কার্যদিবস সময় লাগতে পারে।
  • ডেলিভারি চার্জ লোকেশন ও পন্যের ওজন অনুযায়ী প্রযোজ্য।
  • অর্ডার প্রেরণের পর ট্র্যাকিং ইনফো পাঠানো হতে পারে (যদি প্রযোজ্য হয়)।

৪. রিটার্ন ও রিফান্ড নীতি

  • শুধুমাত্র পণ্য ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে রিটার্ন গ্রহণ করা হবে।
  • প্রমাণস্বরূপ আনবক্সিং ভিডিও বা ছবি দিতে হবে।
  • পন্য ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত না হলে রিটার্ন করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।
  • কাস্টম অর্ডার বা পার্সোনালাইজড পণ্য রিটার্নযোগ্য নয়।

৫. মেধাস্বত্ব (Intellectual Property)

  • Miniwoodic-এর ডিজাইন, ছবি, লোগো ও কনটেন্ট কপিরাইট সুরক্ষিত।
  • আমাদের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট, ছবি বা ডিজাইন বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

৬. দায় সীমাবদ্ধতা (Limitation of Liability)

  • আমাদের পণ্য ব্যবহারের ফলে কোনো প্রকার ক্ষতি, দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হলে Miniwoodic কোনো দায় নেবে না।
  • ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি নিজ দায়িত্বে তা ব্যবহার করছেন বলে ধরে নেওয়া হবে।

৭. পরিবর্তন ও আপডেট

  • Miniwoodic যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করতে পারে।
  • আপডেটের পর সাইট ব্যবহার করলে সেটি নতুন শর্তে সম্মতি হিসেবে গণ্য হবে।

৮. যোগাযোগ করুন

যেকোনো প্রশ্ন বা অভিযোগের জন্য যোগাযোগ করুন —
📞 ফোন: 01320608004
✉️ ইমেইল: mail@miniwoodic.com
📍 ঠিকানা: Baruakhali, Nawabgonj, Dhaka-1322


আপনার সন্তুষ্টিই আমাদের প্রথম অগ্রাধিকার ❤️
ধন্যবাদ Miniwoodic বেছে নেওয়ার জন্য।

Tracking
Account
Home
Shop
Orders
My cart
Your cart is empty.

Looks like you haven't made a choice yet.